নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র :
নবজাতক নিবিড় পরিচর্যা যাদের জন্য প্রযোজ্য
- জন্মের পর দেরিতে কান্না
- জন্মগত ত্রুটি
- জন্মের পর শ্বাসকষ্ট
- খিচুনি
- কম ওজন
- নিউনেটাল সেপসিস
সেবা সমূহ:
- অভিজ্ঞ ও দক্ষ কনসালটেন্ট কর্তৃক 24 ঘন্টা সার্বক্ষণিক NICU সেবা।
- ২৪ ঘন্টা দক্ষ নার্সিং সেবা।
- Hi-tech vital sign মনিটর প্রতিটি বেবীর জন্য পৃথক ব্যবস্থা।
- সিরিঞ্জ পাম্প এবং ইনফিউশন পাম্প দ্বারা সঠিক চিকিৎসা ব্যবস্থা।
- NICU বেবির জন্য এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম এর ব্যবস্থা।
- CPAP, তাৎক্ষণিক ABG এনালাইসিস এবং ইলেকট্রোলাইট অ্যাসেসমেন্ট।
- অত্যাধুনিক ইনকিউবেটর এবং ওয়ারমার।
- অত্যাধুনিক ভেন্টিলেটর এবং মনিটরিং ফ্যাসিলিটি।
- নবজাতকের জন্ডিসের জন্য রয়েছে ৩৬০ ডিগ্রি LED Photo Therapy