ল্যাপারস্কপিক সার্জারি

পেট না কেটে ছিদ্র করে ছোট ক্যামেরা ও অন্যান্য যন্ত্রাংশ প্রবেশ করিয়ে পেটের যেকোনো অপারেশনকে ল্যাপারস্কপিক সার্জারি বলে।যাহার মাধ্যমে কিডনী, পিত্তথলী, এপেন্ডিক্স, ডিম্বাশয়, জরায়ুর নালীতে প্রেগন্যান্সি ও জরায়ুর অপারেশন করা হয়।

বৈশিষ্ট্য সমূহ:

  • জাপান Olympus HD ক্যামেরা সিস্টেম
  • Olympus Thunder beat যাহাতে  সুক্ষভাবে রক্তনালী বন্ধ (Ligature) করা হয় ও টিস্যু কাটা হয় (Harmonic forceps)।

পেট না কেটে  পাথর অপারেশন

কিডনীর পাথরের কারণ বেশিরভাগ ক্ষেত্রে জানা যায়  নাই। গবেষণার রিপোর্ট অনুযায়ী ৫০ ভাগ কিডনীর পাথর অপারেশনের পর ৫ বৎসরের মধ্যে আবার পাথর হতে পারে। কিডনীর পাথর কেটে অপারেশন করার সময় কিডনী ক্ষতি হতে পারে। তৃতীয় বার কেটে করা অনেক জটিল  ঝুঁকিপূর্ণ। বর্তমানে বহি: বিশ্বে ১০০ ভাগ কিডনীর পাথর পেট না কেটে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের হাসপাতালে সকল প্রযুক্তি বিদ্যমান।

পাথর  ক্রাশ

এই প্রথম কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগে ESWL  এর মাধ্যমে পেট না কেটে  ক্রাশ পদ্ধতিতে কিডনী ও কিডনীর নালীর পাথরের চিকিৎসা করা হয়। যাহাতে Siemens  জার্মানির অত্যাধুনিক C-ARM  ও ESWL মেশিন ব্যবহার করা হয়। এই চিকিৎসায় এখন পর্যন্ত ১০০% সফলতায় পাথর ভাঙ্গানো হয়েছে।

LASER

কুমিল্লায় এই প্রথম আমেরিকান Boston Scientific  এর Laser Machine  ব্যবহার করে ও জাপানের অলিম্পাস Flexible Cystoscope & flexible URS ব্যবহার করে কিডনী, কিডনীর নালীর পাথর, প্রোস্টেট, মূত্রনালীর টিউমার অপারেশন করা হয়।

PCNL, MINI PCNL

পেট না কেটে ছিদ্র করে জার্মানি C-AMR ও জাপানের Ultra HD  মেশিনের মাধ্যমে কিডনীর পাথর অপারেশন করা হয়। যাহাতে Laser প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত ছোট (MINI PCNL) ছিদ্র করে কিডনীর পাথর অপসারণ করা যায়

প্রোস্টেট অপারেশন

Saline-TURP, Prostate Voporization এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ রোগের জন্য জাপানের High Definition (HD) Olympus Camera System ও Thunder beat ব্যবহার করে কম রক্তক্ষরণে ও ঝুঁকিমুক্ত ভাবে স্যালাইন বাইপোলার TURP করা হয়।

ডায়ালাইসিস

এই হাসপাতালে কিডনী বিকল রোগীদের তুলনামূলক কম খরচে ইতালির ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে ডায়ালাইসিস করা হয়। উক্ত মেশিনগুলো অত্যাধুনিক বিধায় মেশিনের মাধ্যমে প্যারামিটার সমূহ সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হয়।