বন্ধ্যাত্ব  আমাদের সমাজে একটি অভিশাপ। সারা বিশ্বের প্রতি ১০ জন  দম্পতির মধ্যে একজন বন্ধ্যাতে ভুগছে। বন্ধ্যাত্বের জন্য শুধু নারী দায়ী নয় পুরুষদের  সমস্যা ও  দায়ী। সারা বিশ্বে কয়েক দশকে বন্ধ্যাত্ব  চিকিৎসার অভাবনীয় উন্নতি হয়েছ। বাংলাদেশের চিকিৎসকরাও পিছিয়ে নেই।

পুরুষ বন্ধ্যাত্ব  ও সেক্স  রোগ কোন যৌন রোগ বা মানসিক বিকৃত রোগ নয়

পুরুষ বন্ধ্যাত্ব ও সেক্স রোগের লক্ষণসমূহ:

  • বীর্যের পরীক্ষায় শুক্রাণু  সংখ্যা কম অথবা না থাকা
  • পুরুষাঙ্গ ছোট, বাঁকা ও অন্যান্য সমস্যা
  • জন্মগতভাবে অন্ডকোষ ছোট বা না থাকা
  • অন্ডকোষ এর রোগ ফুলে যাওয়া (Vericocele)
  • পুরুষত্বে অক্ষমতা (Erectile Dysfunction)
  • দ্রুত বীর্য পতন (Premature ejaculation)

সার্ভিস সমূহ:

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বীর্য পরীক্ষা (Semen analysis)
  • TVS (ট্রান্স  ভ্যাজাইনাল  আল্ট্রাসনোগ্রাম)
  • টিউব পরীক্ষা (Hysterosulphingogram, saline infusion sonogram)
  • ল্যাপেরোস্কোপি (Laparoscopy)
  • হিস্টরোস্কপি (Hysteroscopy)
  • বারবার গর্ভপাতের চিকিৎসা (Repeated Pregnancy loss)
  • জরায়ুর বিভিন্ন সমস্যার সার্জারি (Myomectomy)
  • মহিলা ও পুরুষ লাইগেশনকে পূর্ণ গঠন (Reconstruction)
  • ওটও (Intrauterine insemination)
  • পুরুষাঙ্গ ও অন্ডকোষের সমস্যা সমাধান
  • পরামর্শ,  ঔষধ, Electric Vacuum Machine and Vibration  এর মাধ্যমে পুরুষ অক্ষমতার চিকিৎসা
  • বন্ধ্যাত্ব  রোগের জন্য TESE, MESA ও PESA

আস্তা রাখুন,  আশাহত হবেন না,  অন্যের ব্যর্থতায় নিজেকে প্রভাবিত করবেন না,  বন্ধ্যাত্বের শেষ মাতৃত্বের শুরু।